সিম ক্লোনিং কি? কিভাবে এর থেকে দূরে থাকবেন?

 আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সিম ক্লোনিং কি? কিভাবে এর থেকে দূরে থাকবেন? এই সব নিয়ে কথা বলবো।তো চলুন শুরু করা যাক।

 



আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আপনাদের সাথে… বিষয় হচ্ছে “সিম ক্লোনিং” শত্রুর সিম কার্ডের সকল তথ্য সংগ্রহ সব অন্যের নাম্বার ব্যাবহার করে কল দেওয়া এবং ব্যালেন্স ট্র্যান্সফার এর বিষয়ে বিস্তারিত…



সিম কার্ড এ জিনিস থাকে দুইটা। IMSI নাম্বার আর MSISDN নাম্বার। MSIDN টা অপারেটর Assign কইরা দেয়। এই দুইটা জিনিস সাথে কিছু ইনফো যেমন আপনার সিমটা কল করতে পারবো কিনা,মেসেজ পাঠাইতে পারবো কিনা,দেশের বাইরে আইএসডি কল করতে পারবো কিনা,কল ফরোয়ার্ড,ডাইভার্ট হাবিজাবি করতে পারবো কিনা ইত্যাদি HLR নামের একটা ফাইলে আপ্লোডানো থাকে।এই ফাইলগুলা আবার তিনটা ফাইলে ভাগ করা থাকে, মাষ্টার ফাইল, ডেডিকেটেড ফাইল, এলিমেন্টরী ফাইল। তার মধ্যে এলিমেন্টরী ফাইল সব ধরনের ফরম্যাটেড ডাটা একটা সিকোয়েন্স রাখে যা ফিজিক্যালী অ্যাক্সেস করতে হবে।



আর টাকা পয়সা রিলেটেড সব ইনফো থাকে IN সিস্টেম এ। উদাহরন হিসেবে রবিতে এইটারে বলে OCS.



এখন HLR আর OCS দুইটাই প্রথম লাইনের IMSI আর MSISDN এর খবর জানে। যেই ব্যাটায় সিম ক্লোনিং করবো তার এই দুইটাই জানা লাগবো। কল করার সময় আবার IMSI কে ডিরেক্ট নেটওয়ার্কেও পাঠানো হয় না, TMSI নামের একটা জিনিস পাঠানো হয়। তাই এটা কল টাইমে ভায়া নেটওয়ার্ক পাওয়া অসম্ভব।



IMSI জানতে হলে তারে HLR এ এক্সেস করে IMSI বের করতে হইবো।সেটা করতে গেলে পুরো সেল ফোন অপারেটর এর নেটওয়ার্ক ব্রীচ করতে হবে হ্যাকিং এর মাধ্যমে।এজন্য যত দামী যন্ত্রপাতি লাগে তা সাধারন কারো সংগ্রহ করা অসম্ভব ব্যাপার।



ন্যাশনাল ট্রেজার মুভিটা অনেকেই দেখেছেন। সেখানে নায়ক নিকোলাস কেজের বাবার সিম ক্লোনিং করে ভিলেন। তবে সেই হলিউডি মুভিতেও ক্লোনিং সম্ভব হয় নায়কের বাপরে ডান্ডা মাইরা অজ্ঞান করার পর,তার সিম থেকে ডাটা কপি করে। তাকে মিসড কল দিয়ে রা কল ব্যাক করার মাধ্যমে ক্লোনিং দেখানো হলে সেটা হতো পুরা হাস্যকর একটা ব্যাপার।আপনার সিমটা কারো হাতে গেলেই তা ক্লোন করা সম্ভব। কিন্তু সিমটা তার হাতে যদি চলেই গেলো তবে কি ক্লোনিং এর খুব বেশি দরকার আছে? সারমর্ম হইলো এইটা একটা থিওরেটিক্যাল ব্যাপার। সিম ক্লোনিং ইম্পসিবল। তাই এই নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে যদি সত্যিই এরকম কোন ধরনের আক্রমনের পন্থা তৈরি হয় তাহলে অবশ্যই এর থেকে বাঁচার পদ্ধতি সহ বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে। দেশের মানুষকে অন্যায় ভাবে সাইবার আক্রমন থেকে রক্ষা পাবার জন্য এবং আমাদের সাইবার স্পেসকে শক্তিশালী করার লক্ষে “সাইবার ৭১” কাজ করে যাচ্ছে, এবং যাবে…


 


১- সিম ক্লোন কি?


 


একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।


 


২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের?


 


আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?

সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।লক্ষ্য করুন———–



* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।



* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।



সতর্ক হবেন যেভাবে-



* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।



* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।



* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।



* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

সবাই সতর্ক থাকুন ,ভালো থাকুন ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال