আসসালামু আলাইকুম। আসা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো রবি টু রবি মেগাবাইট ট্রান্সফার করার নিয়ম তো চলুন শুরু করা যাক।
রবি টু রবি এমবি ট্রান্সফার
=> ১০ এম.বি পার করতে হলে ডায়াল করুন *১৪১&৭১২*১১* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
=> ২৫ এম.বি পার করতে হলে ডায়াল করুন *১৪১&৭১২*৯* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
=> ৬০ এম.বি পার করতে হলে ডায়াল করুন *১৪১&৭১২*৪* যার কাছে পাঠাবেন তার মোবাইল নাম্বার #
=> আরো জানতে *141*1#
জিপি থেকে জিপি এমবি ট্রান্সফার
জিপি থেকে জিপি বিভিন্ন এমবির প্যাকেজ উপহার দিতেন পারেন, জিপি সিমে ব্যলেন্স ট্রান্সফার এর মত এমবি ও ট্রান্সফার করতে পারবেন ।
জিপি টু জিপি নাম্বার এ যে ভাবে এমবি ট্রান্সফার করবেন তা নিচে দেওয়া হলঃ
৭৫ এমবি = igift 75mb receiver’s no senders name
২৫০ এমবি= igift 250mb receiver’s no senders name
১ জিবি =igift 1gb receiver’s no senders name
Smart Plan 299 = igift sp299 receiver’s no senders name
৪ এমবি = igift 4mb receiver’s no senders name
পাঠিয়ে দিবেন ৫০০০ এ।
বাংলালিংক থেকে বাংলালিংকে এমবি ট্রান্সফার
বাংলালিংক থেকে বাংলালিংকে এমবি ট্রান্সফার করতে পারবেন খুব সহজে।এজন্য আপনার যা থাকতে এবং করতে হবে তা হল
১। একটা বাংলালিংক সিম কার্ড থাকতে হবে।
২। সিমটি অবশ্যই বাংলালিংক প্লে প্যাকেজে থাকতে হবে।(প্রথমে P লিখে 9999 নাম্বারে প্লে প্যাকেজ করে নেন আগের প্লে প্যাকেজ করা থাকলে করতে হবেনা )
৩। যাকে এমবি ট্রান্সফার করবেন তার ও বাংলালিংক প্লে প্যাকেজ থাকতে হবে
৪। বাংলালিংক এ ৫ এমবি গিফট এর জন্য ডায়াল করুন *132*15* যে নাম্বারে mb ট্রান্সফার করবেন ঐ নাম্বার #।মনে করি এমবি ট্রান্সফার করবেন 01966xxxxxx এই নাম্বারে।তাহলে এইভাবে ডায়েল করুন *132*15*01966xxxxxx# এবার আপনার নাম্বার থেকে ২ টাকা কেটে নেয়া হবে এবং ঐ নাম্বারে গিফট হিসেবে ৫ এমবি চলে যাবে।
৫। MB ইউজেস এর পরিমান জানতে ডায়াল করুন*222*3#
তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।