Charging problem solution (বাংলায়) চার্জিং সমস্যার সমাধান।

 



  


Any Mobile(Basic)


1. সর্বপ্রথম চেক করব চার্জার ভাল আছে কি না ।যদি ভাল থাকে তাহলে ৬-৮v দেখাবে ।


2. এরপর চেক করব চার্জিং কানেক্টর ।ময়লা বা মরিচা আছে কি না,যদি থাকে তাহলে ভাল করে পরিস্কার করব ।


3. ভাঙ্গা বা নষ্ট থাকলে পরিবর্তন করব ।


4. ভাল থাকলে চার্জারের সমান ভোল্টেজ দেখাবে ।


5. এরপর চেক করব ব্যাটারী (অনেক সময় ব্যাটারীর ভোল্টেজ ও এম্পিয়ার ঠিক দেখাবে কিন্তু তারপর ও ব্যাটারী চার্জ নেয় না,এক্ষেত্রে একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করতে হবে) ।


6. ব্যাটারীতে যদি এম্পিয়ার না থাকে তাহলে কুইক চার্জ দিয়ে নিতে হবে ।


7. এরপর চেক করব ব্যাটারী কানেক্টর ।


8. সেটে চার্জার লাগানো অবস্থায় ব্যাটারীর কানেক্টরে ব্যাটারীর সমান পরিনাম ভোল্টেজ পাওয়া যায় কি না ,সামান্য কমবেশি হতে পারে ।


9. যদি ঠিক থাকে তাহলে সেটটিকে ভাল করে ওয়াশ করে টেবিল লেম্প এ দিয়ে হিট দিব ।


ফোনের ব্যাটারি সমস্যা ও সমাধান

 



১) মনিটরের উজ্জলতা বা ব্রাইটনেস কমায়ে দিন, আপনার চোখের মাপে যতটুকু নাহলেই না ঠিক ততটা ব্রাইট দিন।



২) আটোলক এর সময় কমিয়ে দিলে মনিটর কম সময় চালু থাকবে ফলে ব্যাটারী খরচ কম হবে।



৩) বিভিন্ন গেম এবং ইমেইল এর নোটিফিকেশন চালু থাকলে প্রায়ই মনিটর নিজে থেকে চালু হয়, কারন এই নোটিফিকেশন আপনার লকস্কিন এ এসে জমা হয়। তাই যতটা সম্ভব নোটিফিকেশন কম চালু রাখুন।



৪) ব্যাকগ্রাউন্ড স্কিনে অতি উজ্জল বা এনিমেটেড ছবি ব্যবহার থেকে বিরত থাকুন।



৫) ফোনের মুল মেশিনকে (মোবাইল নেটোর্য়াক বাদে) যতটা সম্ভব কম চালু করলে ব্যাটারী খরচ কম হবে।


 


বিঃদ্রঃ সেট খোলা, ফিটিং ও সকল কাজ নিজ দায়িত্তে করবেন ।কোন ক্ষতি হলে লেখক কোন ভাবে দায়ি থাকবেনা ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال